ইতিহাস

১৯৯৮ সালের কোম্পানী আইন এর অধীন আমাদের এ প্রতিষ্ঠানটি কোম্পানী নিবন্ধন কার্যালয় ২০০২ সাল (রেজিস্ট্রেশন নং-৪৮২/০২ রেজিস্টার অফ জয়েন স্টক এক্সচেঞ্জ) থেকে নিবন্ধিত হয়ে বাংলাদেশ শ্রম অধিদপ্তর এর শ্রম আইন ২০০৬ মোতাবেক কলকারখানা থেকে ঠিকাদারী ও সরবরাহকারীর ট্রেড লাইসেন্স ও অন্যান্য অধিদপ্তর থেকে লাইসেন্স গ্রহনের মাধ্যমে অদ্যবধি এই ব্যবসা পরিচালনা করে আসিতেছি। এই কোম্পানিতে বর্তমানে (অবঃ) সামরিক বাহিনী থেকে কমিশন / নন কমিশন প্রাপ্ত এবং দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা দ্বারা ব্যবস্থাপনা করে আসছে। প্রতিষ্ঠা লাভের পর বিভিন্ন ঘটনা প্রবাহের অভিজ্ঞতা নিয়ে ইতিমধ্যে ১৯ (উনিশ) বছরের অধিক সময় অতিবাহিত করেছে। নিজস্ব এবং অন্যান্য প্রতিষ্ঠানে কাজ বা সার্ভিসের জন্য বর্তমানে ৭,৩০০ জনের অধিক জনবল নিয়ে পরিচালিত জেরিন সিকিউরিটি সার্ভিসেস (প্রাঃ) লিমিটেড, প্রধান কার্যালয়; ৪৮ দক্ষিণ বেগুনবাড়ি, সাতরাস্তা, তেজগাও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। রেজিষ্টার অফিস; ১০০, লোয়ার যশোর রোড, ডাক-বাংলা, খুলনা-তে অবস্থিত। এবং দেশের বিভিন্ন স্থানে ১৬ টি বিভাগীয় ও জেলা কার্যালয় অবস্থিত রহিয়াছে এবং তথ্য প্রযুক্তি সহ একটি ট্রেনিং সেন্টার রহিয়াছে। উক্ত ট্রেনিং সেন্টারে অভিজ্ঞ রক্রিটমেন্ট টিমের দ্বারা বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদানুযায়ী কর্মী সংগ্রহ পূর্বক প্রাথমিক ভাবে শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য জনবল নির্বাচিত করা হয়। নির্বাচিত জনবলদের দক্ষ ট্রেনার দ্বারা ট্রেনিং প্রদান করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাহিদানুযায়ী সরবারহ করা হয় এবং সেবা গ্রহনকারী প্রতিষ্ঠানের চুক্তির শর্ত প্রতিপালন করে নিয়োজিত কর্মীদের মাসিক ডিউটি রোস্টার মোতাবেক মাস শেষে হাজিরা সম্পদন পূর্বক নিয়োজিত প্রতিষ্ঠানের অথোরাইজড কর্মকর্তার স্বাক্ষর অনুযায়ী পরবর্তী মাসের ৫ তােিখর মধ্যে কর্মীদের নিজ নামীয় ব্যাংক হিসাবে বেতনের টাকা প্রদান করা হয় এবং ছুটি, বোনাস, ওভার টাইম সহ অন্যান্ন সকল সুযোগ সুবিধা কর্মী নিয়োগ বিধিমালা অনুযায়ী প্রদান করা হয়। ফায়ার গার্ড রিক্রুটমেন্ট সহ অ্যাসেসমেন্ট সেন্টার, ট্রেনিং, থার্ড পার্টি স্টাফিং, পে-রোল ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্সেস গাইডেন্স টুলস ইত্যাদি ক্ষেত্রে দক্ষতার সহিত কাজ করে আসছে। আশার বিষয় হল বর্তমানে প্রতিষ্ঠানটিতে লজিস্ট্রিক ইকুটমেন্ট হিসাবে ০২ টি ডাবল কেবিনের পিক-আপ,১১ টি ক্যাশ ক্যায়ারিং মাইক্রো, একটি প্রাইভেট কার ও ০২ টি পিক-আপ ভ্যান সহ ২৮ টি মটর সাইকেল রহিয়াছে। অ্যাকসেস কন্টোল ডিভাইজ, মেটাল ডিটেক্টর, কার ডিটেক্টর, ওয়াকিটকি, সু-সজ্জিত নির্ধারিত ইউনিফরম, আইডি কার্ড, নেমপ্লেট ও সেফটি সামগ্রী সহ প্রয়োজনিয় সকল প্রকার ইকুটমেন্ট বিদ্যমান।